গোপালগঞ্জ, ১৩ জুলাই এবিনিউজ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজগর আলী মিয়া হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সাদুল্লাহপুর ইউনিয়নের বহড়া গ্রামের কেশব হালদার (৫০), নগেন্দ্র নাথ হালদার (৪৫), কুসুম হালদার (৩৮) ও সৃষ্টি হালদার (৩৮)। নিহত আজগর আলী শেখের (৬৫) বাড়ি সাদুল্লাহপুর ইউনিয়নের দীঘলিয়া কালিবাড়ি গ্রামে। গত মঙ্গলবার তার লাশ উদ্ধার করে পুলিশ। কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, আজগর আলীর ছেলে উজ্জ্বল মিয়া বাদী হয়ে গতকাল বুধবার রাতে ১১ জনকে আসামি করে থানায় এ মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে সাদুল্লাহপুর ইউনিয়নের বহড়া গ্রাম থেকে রাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা আজগর আলীকে অপহরণের পর হত্যা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে আবেদন করা হয়েছে বলে জানান কামরুল।
গতকাল রোববার বাড়ি থেকে বেরিয়ে আজগর নিখোঁজ হন। দুইদিন পর বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন একটি ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
এবিএন/এম আরমান খান/জসিম/বিদ্যুৎ