বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তালতলীতে চেক জালিয়াতী মামলা তুলে নিতে বাদীকে হুমকি

তালতলীতে চেক জালিয়াতী মামলা তুলে নিতে বাদীকে হুমকি

তালতলীতে চেক জালিয়াতী মামলা তুলে নিতে বাদীকে হুমকি

বরগুনা, ১৩ জুলাই, এবিনিউজ :বরগুনা জেলার তালতলীতে চেক জালিয়াতী মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাওনা টাকা আত্মস্বাত করার জন্য ছেলের চেকে বাবা স্বাক্ষর করে জালিয়াতী করেন। অপরদিকে জালিয়াতী ধামা চাপা দিতে মিথ্যা মামলা দিয়ে বাদীকে হয়রানি করছেন বলেও অভিযোগ পাওয়া যায়। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী বন্দরের অবসর প্রাপ্ত সৈনিক গোলাম মোস্তফার মালিকানাধীন ছাতন পাড়া গ্রামের বিসমিল্লাহ্ বেকারিটি ২০১৬ সালের জুলাই মাসে বরগুনা সদরের পুলিশ লাইন এলাকার মৃতু আব্দুল রশিদ হাওলাদার এর ছেলে আব্দুল খালেক হাওলাদার ও তালতলী উপজেলার বড় অংকুজান পাড়া গ্রামের মৃত্যু মোসলেম হাওলাদারের ছেলে সেলিম হাওলাদারের নিকট ৪ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করেন।

এসময় চুক্তি নামায় চেকের মাধ্যমে বেকারিটির মালিকানা হস্তান্তরিত হয়। খালেক হাওলাদার রুপালি ব্যাংকের বরগুনা শাখার সঞ্চয়ী হিসাব নং- ৯৭৫৮ থেকে তিন লক্ষ বিশ হাজার টাকার একটি চেক দেন। কিন্ত ব্যাংকে গিয়ে দেখা যায় খালেক হাওলাদারের স্বাক্ষরকৃত চেকটি ভূয়া। ঐ সঞ্চয়ী হিসাবটি তার ছেলে সিরাজুল ইসলামের নামে। অপরদিকে সেলিম হাওলাদার তালতলী অগ্রনী ব্যাংকের সঞ্চয়ী হিসাব নং- ৬২২৫ থেকে পাওনা বাকী ১লক্ষ টাকার একটি চেক দেন । কিন্ত তার ব্যাংকে কোন টাকা নেই। খালেক ও সেলিম মিলে সমুদয় টাকা আত্মসাত করার জন্য জালিয়াতির পথ বেছেনেয়। এ ঘটনায় বাধ্য হয়ে অবস্র প্রাপ্ত সৈনিক গোলাম মোস্তফার স্ত্রী ফাতিমা নাছরিন বাদী হয়ে খালেক ও সেলিমের বিরুদ্ধে গত ২৮ মে আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক জালিয়াতীর মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের সমন দেন। গত ২জুলাই আসামীরা আত্মসমার্পন করলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরন করেন।

আসামীরা গ্রেফতারের পর থেকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন, খালেকের জামাতা আবুল বাশার হেলালী, খালেকের ছেলে, মো. হানিফ, সিরাজুল ইসলামসহ সেলিমের আত্মীয় স্বজনরা। মামলার বাদী ফাতিমা নাছরিন জানান, আসামীরা গ্রেফতারের পর বিভিন্ন সময় আসামীর জামাই ও ছেলেরা আমাকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।

গত ১০ জুলাই সোমবার তালতলী উপজেলা পরিষদের সামনে আসামী খালেকের দেয়া হয়রানী মূলক মিথ্যা মামলা তদন্তের সময় প্রকাশ্যে চেক জালিয়াতী মামলা তুলে নিতে জীবন নাশের হুমকি দেন আবুল বাশার হেলালী। অপরদিকে চেক জালিয়াতীর ঘটনাটি ধামাচাপা দিয়ে ঘটনাটি ভিন্নখাতে নিতে মামলার বাদী ও তার স্বামী গোলাম মোস্তফা শাশুরী খাদিজা বেগমের বিরুদ্ধে মিথ্যা হয়রানী মূলক মামলা দায়ের করেন খালেক হাওলাদার। মামলায় তিনি উল্লেখ করেন, নগত ১লাখ টাকা বাদিকে আমি পরিশোধ করেছি। কিন্ত তাইলে তাহারা কেন আলাদা ভাবে ৪ লাখ ২০ হাজার টাকার চেক দিলেন তা তিনি মামলায় উল্লেখ করেননি।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত