শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আলুটিলা ট্রাজেডিতে এগিয়ে আসা সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

আলুটিলা ট্রাজেডিতে এগিয়ে আসা সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

আলুটিলা ট্রাজেডিতে এগিয়ে আসা সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

খাগড়াছড়ি, ১৪ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার আলুটিলা ট্রাজেডিতে নিহতদের সৎকার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে মানবতার সেবায় এগিয়ে আসা বিভিন্ন কর্তৃপক্ষ, সংস্থা, সংগঠন, প্রতিষ্টান এবং ব্যক্তিবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলুটিলা সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা তহবিল সংগ্রহ কমিটির এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সূচনা ও প্রতিবেদন প্রকাশ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আলুটিলা সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা তহবিল সংগ্রহ কমিটির আহবায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, পাজেপ সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা: নয়নময় চাকমা।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত