![প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিএন বাংলায় জিৎ গাঙ্গুলীর লাইভ কনসার্ট](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/14/sharmila-tagore_jeet-gangul_88162.jpg)
ঢাকা, ১৪ জুলাই, এবিনিউজ :আগামীকাল পথচলার দুই দশক পূর্ণ করে ২১ বছরে পা রাখছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ২১ বছরে পদার্পণ উপলক্ষে আজ (১৫ই জুলাই) সারাদিন প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে সন্ধ্যা ৭.৩০টায় সরাসরি স¤প্রচার করা হবে ‘শর্মিলা ঠাকুর- জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। অনুষ্ঠানে আরও থাকবে ভারতীয় দোয়েল গোস্বামী ও বাংলাদেশের তারিন, নিপুন, নাদিয়া ও চাঁদনীর পরিবেশনা। অনুষ্ঠানটি বসুন্ধরাস্থ গুলনকশা হল থেকে সরাসরি স¤প্রচার করবে এটিএন বাংলা। ফয়সাল মাহমুদ ও রুমানা আফরোজের প্রযোজনায় অনুষ্ঠানটি চলবে রাত ১১টা পর্যন্ত। উল্লেখ্য চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট এর আয়োজনে অনুষ্ঠিত হবে এই লাইভ শো। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
এটিএন বাংলার শনিবারের অনুষ্ঠানসূচী
০৮টা ৩০মিঃ বিশেষ অনুষ্ঠান ‘দুই দশ এক’, পরিচালনা- কুইন রহমান ও লানা খান। (সংকলিত)
১০টা এটিএন বাংলা সংবাদ
১০.৩০মিঃ শিশুদের অধিকার, বিনোদন ও ভাললাগা নিয়ে অনুষ্ঠান ‘আমরা করবো জয়’।
১১টা এটিএন বাংলা সংবাদ
১১.১০মিঃ এটিএন বাংলার একুশ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা, পুস্পার্ঘ অর্পন অনুষ্ঠান সরাসরি স¤প্রচার।
১১.৪০মিঃ ফিলার সং ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছা।
১২টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ
১২.০৫মিঃ এটিএন বাংলার একুশ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা, পুস্পার্ঘ অর্পন অনুষ্ঠান সরাসরি স¤প্রচার।
১২.৪০মিঃ ফিলার সং ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছা।
০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ
০১.০৫মিঃ এটিএন বাংলার একুশ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা, পুস্পার্ঘ অর্পন অনুষ্ঠান সরাসরি স¤প্রচার।
০১.৪০মিঃ ফিলার সং ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছা।
০২টা এটিএন বাংলা সংবাদ
০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ
০৩টা এটিএন বাংলা সংবাদ।
০৩টা ১০মিঃ এটিএন বাংলার যাত্রাপালা ‘মিডিয়া মুঘল’, রচনা- আলী আসগর ইমন, পরিচালনা- সাইফুল জামিল।
০৪টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ।
০৪.১০মিঃ বিশেষ অনুষ্ঠান, পরিচালনা- আমরা করবো জয়।
০৫টা গ্রামগঞ্জের সংবাদ।
০৫.১০মিঃ ফিলার ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছা।
০৫.৪৫ ড. মাহফুজুর রহমানের উপর বায়োগ্রাফী ‘আমি তোমাদেরই লোক’, পরিচালনা- সৈয়দ মাহমুদ আহমেদ।
০৬টা ইংরেজি সংবাদ।
০৭টা এটিএন বাংলা সংবাদ
০৭টা৪৫মঃ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শর্মিলা ঠাকুর-জীৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’
বসুন্ধরাস্থ গুলনকশা হল থেকে সরাসরি স¤প্রচার।
অংশগ্রহনে- ‘শর্মিলা ঠাকুর, জীৎ গাঙ্গুলী, দোয়েল গোস্বামী, তারিন, নিপুন, নাদিয়া, চাঁদনী।
পরিচালনা- ফয়সাল মাহমুদ ও রুমানা আফরোজ।
১০টা এটিএন বাংলা সংবাদ
১১টা ফাগুন অডিওভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’, পরিচালনা- সানজিদা হানিফ।
১২টা টক শো ‘অন্যদৃষ্টি’ সরাসরি স¤প্রচার, উপস্থাপনা- শ্যামল দত্ত, পরিচালনা- নবুয়াত রহমান।
[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]
এবিএন/রাজ্জাক/জসিম/এআর