![কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/14/kulaura@abnews_88164.jpg)
কুলাউড়া(মৌলভীবাজার) , ১৪ জুলাই, এবিনিউজ : কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসার উদ্যোগে কুলাউড়া উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ বলেন, কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সাংবাদিকদের ভূমিকা অনস্বিকার্য। সাংবাদিকরা সমাজের সকল দুর্নিতি অনিয়মের চিত্র তুলে ধরায় অপরাধীরা আতঙ্কে থাকে। তাই সমাজে অপরাধ প্রবনতা নিয়ন্ত্রনে থাকে। কুলাউড়ার যানজট নিরসনে আমাদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।
নতুন অফিসার ইনচার্জ মো. শামীম মুসা কুলাউড়ার সকল সাংবাদিকদের সহযোগীতা চেয়ে বলেন, আপনারা আমার কাজে সহযোগীতা করবেন, আমি কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বোচ্চ আইন প্রয়োগ করবো। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, স্বপন কুমার দেব রতন, কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ,নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, ভোরের ডাক প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, শরীফ আহমদ, সকালের খবর প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দি বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ প্রমুখ।উল্লেখ্য, কুলাউড়া থানার নতুন অফিসার্স ইনচার্জ (ওসি) হিসাবে মো. শামীম মুসা গত রোববার (৯ জুলাই) রাতে যোগদান করেছেন।
এবিএন/ ময়নুল হক পবন/জসিম/নির্ঝর