![সাটুরিয়ায় ফের মারা পড়লো ২৫ গোখরার বাচ্চা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/14/shap@abnews_88169.jpg)
মানিকগঞ্জ, ১৪ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় এক পীর বাড়ি থেকে ২৫টি গোখরা সাপের বাচ্চা পিটিয়ে মারা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে অাবুল পীর সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, পীর আবুলের বাড়িতে তার এক ভক্ত বৃহস্পতিবার বিকালে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় তার পায়ের কাছে একটি গোখরা সাপ দেখতে পায়। পরে সে ভক্ত প্রতিবেশি রেজাউল করমিকে জানালে স্থানীয় লোক নিয়ে এরপর ওই ঘরটির ইঁদুরের গর্ত থেকে এক এক করে মোট ২৫টি গোখরা সাপের বাচ্চা মারা হয়। কিন্তু এ সময় বড় গোখরাসহ আরো ৫টি বাচ্চা সাপ পালিয়ে যায়।
উল্লেখ্য, চলতি সপ্তাহের সাটুরিয়ার ধানকোড়া গ্রামের এক কৃষকের বাড়ি থেকে ১৯টি এবং সিংগাইর উপজেলার কৃষকের বাড়ি থেকে ২০ টি মোট ৪৯ টি গোখরা সাপের বাচ্চা মারা হয়।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর