![মানিকগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/14/karadondo@abnews_88170.jpg)
মানিকগঞ্জ, ১৪ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর করার অপরাধে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দণ্ডপ্রাপ্ত আসামি সিঙ্গাইর উপজেলার খোলেশ্বর গ্রামের হায়াত খান এর পুত্র আবেদ খান। বৃহস্পতিবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত অাসামীকে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
এ মামলার অপর দুই আসামি দণ্ডপ্রাপ্ত আসামির বাবা হায়াত খান ও মা জাহানারা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো না।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি আবেদ খানের সঙ্গে সিঙ্গাইর উপজেলার পূর্বভাকুম গ্রামের সোহরাব হোসেনের মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের ঠিক এক মাস পরে আবেদ তার স্ত্রী তানিয়ার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে। তানিয়া যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ছাড়া যৌতুক না দিলে তানিয়াকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করার হুমকিও দেয় তিনি। পরে আপোষ-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তানিয়ার পক্ষ থেকে স্বামী আবেদ খান, শ্বশুর হায়াত খান এবং শ্বাশুড়ি জাহানারা খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি দরখাস্ত করা হয়।
মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান জানায়, আদালতে পাঁচ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আবেদ খানের বিরুদ্ধে ওই দণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার অন্য দুই আসামি, আবেদ খানের বাবা হায়াত খান ও মা জাহানারা খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি একেএম নুরুল হুদা এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল জলিল মোল্লা বিল্টু।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর