![পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন : নদী পারে সময় লাগছে দ্বিগুণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/15/abnews-24.bb_88282.jpg)
মানিকগঞ্জ, ১৫ জুলাই, এবিনিউজ : পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন রাজধানীতে প্রবেশের পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এতে করে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নৌরুটের ফেরি চলাচল। এ ছাড়া সাময়িকভাবে বন্ধ রয়েছে দৌলতদিয়া ফেরিঘাটের-২ নম্বর ঘাট পন্টুন। যে কারণে ঘাটের উভয় পাড়ে অপেক্ষমান রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। আজ শনিবার দুপুর পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে ৯ শতাধিক যানবাহন অপেক্ষমান রয়েছে বলে জানান উভয় ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে যানবাহনের মধ্যে প্রায় ৭ শতাধিক ট্রাক আটকা রয়েছে উভয় ঘাটে। আর যাত্রীবাহী পরিবহন রয়েছে ২ শতাধিকের মতো। দৌলতদিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানায়, নদীতে পানি বেড়ে যাওয়ায় ২ নম্বর ঘাট পন্টুন দিয়ে যানবাহন পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলে সময় লাগছে আগের চেয়ে দ্বিগুণ। সবশেষ যাত্রীবাহী বাস ও ট্রাক মিলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানায়, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের বাড়তি চাপ থাকে। যাত্রী ভোগান্তি বিষয়টি বিবেচনা করে ওই পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হয়।
যে কারণে অপেক্ষামান থাকতে হয় পণ্যবাহী ট্রাক গুলোকে। এছাড়া এখন নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। সব মিলে নৌরুট পারাপার হতে আসা ট্রাক চালকদের কিছুটা বাড়তি সময় অপেক্ষা করতে হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। বিআইডব্লিইটিএ দৌলতদিয়া ঘাট শাখার সহকারী প্রকৌশলী শাহ আলম জানায়, দুই নম্বর ঘাটের পন্টুনের র্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘাটটি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। অন্যদিকে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে তিন নম্বর ঘাটের এপ্রোচ সড়ক পানিতে তলিয়ে গেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেখানে ইট-বালু ফেলে কোন রকম সচল রাখা হয়েছে। দুই নম্বর ঘাটটির মেরামত কাজ গতিতে এগিয়ে চলেছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা ট্রাফিক পুলিশের এসআই মুকতার হোসেন জানায়, নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস-ট্রাক মিলে ৫ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা