![খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/16/khagrachari-rape@abnews_88408.jpg)
খাগড়াছড়ি, ১৬ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মো: শহর আলী(৩৫)। আটককৃত শহর আলী বাড়ি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা গাতাছড়া গ্রামের মৃত সিরাজ মিয়া ছেলে। বর্তমানে সে দীঘিনালা উপজেলার বড়মেরুং জনৈক কাশেমের ভাড়াটিয়া হিসেবে কাজ করে।
গত শুক্রবার দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের রড়মেরুং এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর শুক্রবার রাতেই অভিযুক্ত শহর আলীকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়মেরুং এলাকায় গত শুক্রবার দুপুরে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বাড়িতে রান্নাঘরে রান্না-বান্নার কাজ করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে শহর আলী কিশোরীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালানোর সময় ওই ছাত্রীর চিৎকার শুনে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে শহর আলী জঙ্গলের দিকে পালিয়ে যায়। ঘটনার পর ছাত্রীর মা বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: শামসুদ্দীন ভূইয়া বলেন, অভিযুক্ত শহর আলীকে গত শুক্রবার রাতেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত শহর আলীকে খাগড়াছড়ি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর