শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অপহরণের ১০ দিনেও এখনো নিখোঁজ ৩জন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অপহরণের ১০ দিনেও এখনো নিখোঁজ ৩জন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অপহরণের ১০ দিনেও এখনো নিখোঁজ ৩জন

খাগড়াছড়ি, ১৬ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মৌজা হেডম্যানসহ ৩জনকে নিখোঁজ রয়েছে গত ১০দিন ধরে। গত ৭জুলাই শুক্রবার সকালে অজ্ঞাত স্থান থেকে বর্মাছড়ি ইউনিয়নের ৮৫নং মৌজা প্রধান(হেডম্যান) সাথোয়াই চৌধুরীকে মোবাইলে ডেকে নিলে আর বাড়ি ফিরে আসে নি। ঘটনার দিন সকাল ৭টার দিকে বিনাজুরী নিজ বাড়ি থেকে ফেনুয়া চা বাগান হয়ে বাইন্যাছোলা সড়ক দিয়ে এসে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে উপজেলা সদর হয়ে শিলাছড়ি যেতে দেখেছেন অনেকেই। এর পর থেকেই সে নিখোঁজ। এছাড়াও কুতুবছড়ি এলাকার ভুজন মেম্বার ও বটতলী এলাকার কানল চাকমাসহ আরো ২জনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার সকালে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর একটি টীম নিখোঁজ ব্যাক্তিদের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে কথা বললে ঘটনার সত্যতার প্রমাণ পান।

অজ্ঞাত সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ডেকে নিয়ে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনাটি অপহরণ না অন্য কিছু তা সঠিকভাবে কোনো কিছুই জানা সম্ভব হয় নি। স্থানীয় মুরব্বীদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো লক্ষন এখনো প্রকাশ পায় নি। ঘটনাটি প্রাথমিক পর্যায় গোপন রাখা হলেও শেষ পর্যন্ত কিছুতা প্রকাশ হয়ে গেলে সন্ত্রাসীরা পরিবারের স্বজনদের হুমকী দিচ্ছেন যেন এ নিয়ে বাড়াবাড়ি করা না হয়। এ প্রতিনিধি স্থানীয় সুইসালা হেডম্যান এবং নিখোঁজ সাথোয়াই হেডম্যানের মামাতো ভাই পাইসাঅং মারমাকে জিজ্ঞাসা করলে কোনো কথা বলতে রাজি না হলেও তারা(অপহৃতরা) কোথায় আছে তা স্পষ্ট করে কিছুই বলতে পারেন নি। তারা অবশ্য এর বাইরে আর কিছু বলতে রাজি হন নি।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো: আরিফ ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসে নি। আর ঘটনাস্থ্যল উপজেলা সদর থেকে প্রায় ২০/২৫ কি: মি: দুরে যোগাযোগ ব্যবস্থাও ভালো নয় বলে তিনি জানান। সাথোয়াই মারমসহ ৩জন নিখোঁজের ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে এবং বিভিন্ন মহলে ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে অপহৃতদের ছেড়ে দেয়ার জন্য প্রথম পর্যায়ের আল্টিমেটামের সময়ও পার হয়ে গেছে। অনেক রফা-দফা করেও কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আদিবাসীদের মুরব্বীরা অপহৃতদের উদ্ধারের জন্য কৌশলগত চেষ্টা অব্যাহত রেখেছেন বলে সূত্রে জানা গেছে।

এলাকাটি পাহাড়ি অধ্যুষিত এবং ইউপিডিএফ নিয়ন্ত্রিত হলেও কেন কি কারণে তাদেরকে ডেকে নিয়ে জিম্মি করা হয়েছে বা কারা করেছে এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হন নি কিংবা মুক্তিপন চেয়েছেন কিনা তাও জানা সম্ভব হয়নি। এর আগেও সাথোয়াই হেডম্যান পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক অপহরণ হয়েছিলেন বলে জানা যায়।

এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত