![রাজবাড়ীতে ১হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/16/abnews-24_88480.jpg)
রাজবাড়ী, ১৬ জুলাই, এবিনিউজ : রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামাল দিয়া তিন রাস্তার মোড় থেকে ১হাজার পিস ইয়াবা সহ আপেল খাঁ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আপেল ইন্দ্রনারায়ণপুর গ্রামের মো. আবদুল কাদের খার ছেলে। রাজবাড়ী সদর থানার ওসি মো. আবুল বাশার মিয়া জানান ১৪ জুলাই, রাত সাড়ে ৮টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্সসহ কামালদিয়া গ্রামে তিন রাস্তার মোড়ে দুঃসাহসিক অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যাবসায়ী আপেল খা-কে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা