![বিপজ্জনক জুয়া খেলেছেন ফরাসি প্রেসিডেন্ট: ওয়াশিংটন পোস্ট](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/16/trump-emanuel_88549.jpg)
ঢাকা, ১৬ জুলাই, এবিনিউজ : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পকে প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়ে বিপজ্জনক জুয়া খেলেছেন বলে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট মন্তব্য করেছে।
দৈনিক ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের সাম্প্রতিক প্যারিস সফরের কথা উল্লেখ করে লিখেছে, ফ্রান্সে ট্রাম্পের কোনো জনপ্রিয়তা নেই বরং দেশটির জনগণ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে। এরকম একটি অবস্থায় ট্রাম্পকে প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়ে ম্যাকরন বিপজ্জনক জুয়া খেলা শুরু করেছেন।
ওয়াশিংটন পোস্ট বলেছে, বিশ্বের হাতে গোনা কিছু দেশ বিশেষ করে পশ্চিম ইউরোপের কিছু দেশের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক রয়েছে।
দৈনিকটির মতে, আমেরিকা যখন বিশ্ব অঙ্গনের দিন দিন একঘরে হয়ে পড়ছে তখন ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের অন্তরে স্থান করে নিতে চেয়েছেন ম্যাকরন। অথচ ট্রাম্প ও ম্যাকরনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ, তারা সম্পূর্ণ বিপরীত চরিত্রের দু’জন মানুষ।
ম্যাকরনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্যারিস সফরে যেতে পেরে নিজের সন্তুষ্টির কথা চেপে রাখতে পারেননি ট্রাম্প।
দৈনিক ওয়াশিংটন পোস্ট আরো লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাকরনের প্রধান প্রতিদ্বন্দ্বী মেরিন লো পেনের পক্ষ নিয়েছিলেন।
এবিএন/জনি/জসিম/জেডি