![সোনাগাজীতে বখাটের হামলায় স্কুল ছাত্রী আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/16/sonagazi_abnews_88564.jpg)
সোনাগাজী (ফেনী), ১৬ জুলাই, এবিনিউজ : সোনাগাজীর নবাবপুর ইউপির মুজুপুর গ্রামে আরাফাত হোসেন(২২) নামের বখাটের হামলায় এক স্কুল ছাত্রী আহত হয়েছে। ঘটনাটি রবিবার দুপুরে মজুপুর গ্রামের বটতলা নামক স্থানে ঘটে। আহত ছাত্রী স্থানীয় তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী।
ছাত্রীটির পারিবারিক সুত্র জানিয়েছে, স্কুল যাওয়ার পথে বখাটে আরাফাত তার সহযোগী লিটন ও মজিব কে সাথে নিয়ে দীর্ঘ দিন যাবৎ ছাত্রীটিকে উক্ত্যক্ত করে করছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও বখাটে আরাফাতের পরিবার কে অবহিত করা হলে ক্ষীপ্ত হয়ে ঘটনার সময় স্কুল থেকে বাড়ী ফেরার পথে আরাফাত ছাত্রীটিকে মারধর করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে বখাটে আরাফাত পালিয়ে যায়।
পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে বিকালে মডেল থানা পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে বখাটে আরাফাত কে গ্রেফতার করে। সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আরাফাতের বিরুদ্ধে ইতিপূর্বে জি আর-১৭৫/২৫ মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এবিএন/রিপন/জসিম/এমসি