
মুন্সীগঞ্জ, ১৬ জুলাই, এবিনিউজ : শ্রীনগরে আদালতের রায় উপেক্ষা করে দিনে সন্ত্রাসী হামলা ও রাতে ভাংচুর,লুটপাট ও ফিল্মিকায়দায় বাড়ী দখলের ঘটনা ঘটেছে। এতে ঐ পরিবারের নারী পুরুষ শিশুসহ ৮ জন আহত হয়েছে।
গতকাল শনিবার বিকালে ও রাতে উপজেলার বাড়ৈখালি গ্রামের ঋষিপাড়া পাগল দাস ঋষির বাড়ীতে এ ঘটনা ঘটে।
পাগল দাস অভিযোগ করেন, প্রতিবেশী নিতাই দাস, হরিদাস, রুহিদাস ও খোকন দাস আদালতের রায় ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল শনিবার বিকেলে ৩০-৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।
এ সময় নারী,পুরুষ শিশুসহ আমার পরিবারের অন্তত ৮জন গুরতর আহত হন। ওই দিন রাত ৮টার দিকে হরিদাস, রুহিদাস,খোকন দাস পুনরায় সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়ী ঘর ভাংচুর লুটপাট ও জবর দখল করে ঘরে তালা লাগিয়ে দেয়।
এ সময় বারবার পুলিশের সহযোগীতা চেয়ে ও আমরা ব্যর্থ হই। রাত ১০টার দিকে শ্রীনগর থানার এসআই আনিছুর রহমান ঘঠনাস্থলে পৌঁচ্ছার পর রহস্যজনক কারনে ফেরত চলে আসেন।
এ ব্যাপারে এস. আই. আনিছুর রহমান জানান, পুলিশ যাওয়ার আগেই ভাংচুর ও দখলের ঘটনা ঘটেছে।
গত কিছুদিন যাবৎ ওই পূর্বের অবৈধ দখলদার স্থানীয় নিতাই দাস ও তার সহযোগীরা নানা উৎপাত শুরু করলে পাগল ঋষি দাস আবারও আদালতের সরণাপন্ন হলে মাননীয় আদালত ওই জায়গায় স্থিতি অবস্থা (নিষেধাজ্ঞা) জারি করেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আজ রবিবার সকালে বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন তালুকদারসহ ৭ জন ইউপি সদস্য শ্রীনগর থানায় অবস্থান করেন এবং আহত পাগল ঋষি দাসকে হাসপাতাল থেকে থানায় এনে লিখিত অভিযোগ দায়ের করেন।
ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন তালুকদার বলেন, আদালতের রায় অমান্য করে নিতাই দাস ও তার সহযোগীরা বহিরাগত বাহিনী দিয়ে পাগল ঋষির পরিবারের উপর হামলা ও বাড়ী ঘর জবর দখল করা ঠিক হয়নি।
গতকাল শনিবার রাতের তান্ডব কোনোভাবেই মেনে নেয়া যায়না। পাগল ঋষি দাস দুর্বল বলেই তার উপর এমন অত্যাচার, জুলুম হয়েছে।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন জানান, দুই পক্ষের লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/টিপু/জসিম/এমসি