![মতলবের চরবড়ুয়া মৎস্য জলাশয়ের ইজারা নিয়ে জেলেদের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/17/chadpur@abnews_88618.jpg)
চাঁদপুর, ১৭ জুলাই, এবিনিউজ : চাঁদপুরের মতলব উত্তরে সুলাতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা চরবড়ুয়া মৎস্য জলাশয়ের ইজারা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জলাশয়টি প্রকৃত জেলেরা না পেয়ে এলাকার জনৈক এক প্রভাবশালী ব্যবসায়ী ইসা পাটোয়ারীর নামে জলাশয় ইজারা নিয়েছে। এ নিয়ে প্রকৃত মৎস্যজীবিদের মাঝে গুঞ্জন চলছে। ফলে প্রকৃত মৎস্যচাষীরা তদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জলাশয়টি ইসা পাটোয়ারীর নামে ইজারা নিয়ে মনির পাটোয়ারী নামক এক ব্যক্তি চাষাবাদ করছে। প্রকৃত জেলেরা জলাশয়টি ইজারা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে তাদেরকে বিভিন্ন সময়ে জনৈক ব্যক্তি হুমকি-ধমকিসহ হয়রানি করছে বলেও অভিযোগ রয়েছে জেলেদের। সম্প্রতি এ জলাশয়টি লিজ বাতিলের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের বরাবরে প্রকৃত নিবন্ধিত জেলে ওমেশ সরকার, মো. শুক্কুর আলী, দীপক সরকারসহ ৮৫ জন জেলে বাদী হয়ে লিখিত অভিযোগ করেছে। তাদের দাবী জলাশয়টি লিজ বাতিল করে প্রকৃত জেলেদেরকে লিজ প্রদান করা হোক। এদিকে এ জলাশয়টি প্রকৃত জেলেদের নামে লিজ প্রদান না করায় সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৃত জেলেরা অভিযোগ করেছেন এলাকার কিছুসংখ্যক দুষ্কৃতিকারীদের অত্যাচারে তারা অতিষ্ট হয়ে পড়েছে। তাদের ভয়ে নিরাপদে মাছ চাষ করতে পারছে না। একটি প্রভাবশালী মহল তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও সরে জমিনে তদন্তপূর্বক জলাশয়টি লিজ বাতিল করে প্রকৃত জেলেদের নামে জলাশয়টি লিজ প্রদানের জন্য ভুক্তভোগীরা জেলেরা জোড় দাবী জানিয়েছে।
এবিএন/ শ্যামল চন্দ্র দাস/জসিম/নির্ঝর