সোনাগাজী, ১৭ জুলাই, এবিনিউজ : সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর তাহেরা বেগম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কে ইভটিজিং ও লাঞ্চিত করায় আরাফাত হোসেন (২০) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মজপুরের শুক্কুর আহম্মদের ছেলে আরাফাত দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্নভাবে বিরক্ত করে আসছিল।
গতকাল রবিবার দুপুরে বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী মনি সহপাঠীদের সাথে বিদ্যালয় থেকে বাড়ী যাওয়ার পথে বিভিন্ন অশালীন মন্তব্য করতে থাকে। এতে ছাত্রীটি প্রতিবাদ করলে আরাফাত ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় ও গালি গালাজ দিয়ে চলে যায়। বাড়ীতে এসে মেয়েটি অভিভাবকদের জানালে অভিভাবকরা থানায় অভিযোগ করলে বিকালে পুলিশ এসে অভিযুক্ত বখাটেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত বখাটে আরাফাতের বিরুদ্ধে ১টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি হুমায়ুন কবির।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান তাকে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করলে পুলিশ তাকে ফেনী জেলা কারাগারে প্রেরন করে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/রাজ্জাক