শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সভা

মুন্সিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সভা

মুন্সিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সভা

মুন্সিগঞ্জ, ১৮ জুলাই, এবিনিউজ : গত ১৫ জুলাই ইদ্রাকপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সভায় ৩৩সদস্যের কার্যকরি কমিািট গঠন করা হয়। মো:জুলহাস মিয়ার সভাপতিত্বে ইদ্রাপুর ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৫টায় এই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতি মো:সাহাব উদ্দিন প্রধান শিক্ষক ইদ্রাকপুর ১নং মডেল সরকারী হন।অন্যাণ্য কর্মকতরা হলেন,। সিনিয়র সহসভাপতি, মো: হারুন অর রশীদ প্রশি: দেওভোগ ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহসভাপতি ১-মো: আঃবাতেন প্রশি: সুখবাসপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহসভাপতি -২ এ,এস,এম সায়ফুল্লাহ প্রশি: বাগেশ্বর সপ্রাবি৫। সহসভাপতি -৩ অনিমারানী দাস প্রশি: ভটাচার্যের বাগ সপ্রাথমিক বিদ্যালয়,ও সহসভাপতি -,নাহিদ সুলতানা প্রশি: নয়া গাঁও সপ্রাবি সহসভাপতি -৫নূর মোহাম্মদ প্রশি: চিতলিয়া সপ্রাবি৮। সম্পাদক কে,এম সাইফুল্লা ভূইয়া প্রশি: মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় যুগ্ম সম্পাদক : মো: মোজাম্মেল হক প্রশি যোগিনীঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়,। সহ সম্পাদক : শংকর কুমার সাহা প্রশি পানাম সপ্রাবি ।।কোষাধ্যক্ষ: মো: মিজানুর রহমান প্রশি: কেওয়ার সপ্রাবি। সাংগঠনিক সম্পাদক: মো: হুমায়ুন কবির প্রশি: রামপাল সপ্রাবি । সহ সাংগঠনিক সম্পাদক : মো: মনির হোসেন মৃধা প্রশি :গোয়ালগূর্নী সপ্রাবি। দপ্তর সম্পাদক : মো: রাশেদুল ইসলাম প্রশি: চরকদমতলী সপ্রাবি। সহদপ্তর সম্পাদক : মো: আনিছুর রহমান প্রশি : ইমামচর সপ্রাবি

প্রচার সম্পাদক : মুহাম্মদ আহসান হাসান প্রশি: কালিঞ্জীপাড়া সপ্রাবি। সহপ্রচার সম্পাদক : নাসরিন নীতা প্রশি: ইদ্রাকপুর ২নং সপ্রাবি । মহিলা বিষয়ক সম্পাদক : গুলশান আরা প্রশি: মাকহাটি সপ্রাবি । সহ মহিলা বিষয়ক সম্পাদক : মাকসুদা আক্তার প্রশি: কোটগাও সপ্রাবি। ক্রীড়া সম্পাদক : মো: সামসুদ্দিন প্রশি: মহাখালী ১নং সপ্রাবি ।সহ ক্রীড়া সম্পাদক ঃ মো: কলিম উল্লাহ প্রশি:টেপিরচর সপ্রাবি। সাংস্কৃতিক সম্পাদক : মো: আক্তার হোসেন প্রশি: সুখবাসপুর ২নং সপ্রাবি । সহ সাংস্কৃতিক সম্পাদক: মো: কলিম উল্লাহ প্রশি: টরকী ইসলামপুর সপ্রাবি২৪। শিক্ষা বিষয়ক সম্পাদক : মমতাজ বেগব প্রশি: ইসলামপুর সপ্রবি। সহ শিক্ষা সম্পাদক : ফাতেমা আক্তার প্রশি: রিকাবি বাজার ২নং সপ্রাবি । তথ্য ও প্রযুক্তি সম্পাদক : মো: মিজানুর রহমান প্রশি: সৈয়দপুর সপ্রাবি। সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক: নাহিদ সুলতানা প্রশি: রামশিং সপ্রাবিকার্যকরি সদস্য। আনজানা মোস্তাফা প্রশি: কা,ক,মসজিদ বাড়ি সপ্রাবি। মায়া রানী সাহা প্রশি: সাত্রাপাড়া সপ্রাবি। তাহামিনা আক্তার প্রশি:চরকেওয়ার গুহের কান্দী সপ্রাবি। মাজেদা বেগম প্রশি: কাগজিপাড়া সপ্রাবি। নূরুন নাহার প্রশি: মহাকালী ২নং সপ্রাবি ৩৩। শান্তারানী দাস প্রশি: মহেষপুর সপ্রাবি

এবিএন/ আুতকুর রহমান টিপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত