![সিলেটে বিলে বেড়াতে গিয়ে নৌকাডুবি : নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/19/sylhet_abnews24_88986.jpg)
সিলেট, ১৯ জুলাই, এবিনিউজ : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় রাতে বিলের পানিতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে ২ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নূরপুর এলাকায় গাড়ুনি বিলে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট শহরের ফাজিলচিস্ত এলাকার আব্দুল মতিনের ছেলে রিয়াজ আহমদ (২৪) ও খালাত ভাই শিহান উদ্দিন (২৭)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নূরপুর এলাকায় শিহানদের বাড়িতে সপরিবার বেড়াতে আসেন রিয়াজ আহমদ। রাত সোয়া ১১টার দিকে ৫ জন মিলে ছোট খেয়া নৌকা নিয়ে স্থানীয় গাড়ুনি বিলে বেড়াতে যান। হঠাৎ বাতাস উঠলে নৌকা ডুবে যায়। এ সময় ৩ জন সাঁতরে তীরে উঠলেও রিয়াজ ও শিহান নিখোঁজ হন। পরে রাত ১টার দিকে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার করে।
এবিএন/সাদিক/জসিম/এসএ