বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী ও উপসহকারি প্রকৌশলী বরখাস্ত

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী ও উপসহকারি প্রকৌশলী বরখাস্ত

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী ও উপসহকারি প্রকৌশলী বরখাস্ত

ঝালকাঠি, ১৯ জুলাই, এবিনিউজ : ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে প্রাক পরিমাপে গড়মিল পাওয়ায় বরখাস্ত করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও একজন উপসহকারি প্রকৌশলীকে।

এরা হচ্ছেন, নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন ও উপসহকারি প্রকৌশলী মো. মাইনুল ইসলাম। গত ২ জুলাই ঢাকা পানি উন্নয়ন বোর্ডের শৃংখলা বিভাগের এক আদেশে এদের বরখাস্ত করা হয়। গত ৩ জুলাই পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীকে ঝালকাঠির অতিরিক্ত দায়িত্ব দেয়ায় বিষয়টি জানাযায়।

এ দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ থাকলেও অফিসের অপর কর্মকর্তা কর্মচারীরা মুখ খুলতে সাহষ পাচ্ছেনা। ইতিপূর্বে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের ডিভিশনাল অফিস পিরোজপুর থাকায় শিল্পমন্ত্রীর হস্তক্ষেপে ঝালকাঠিতে আনা হয়। কিন্তু পিরোজপুর নির্বাহী প্রকৌশলীকে ঝালকাঠির দায়িত্ব দেয়ায় আবার কর্মকান্ডে ধীরগতি নেমে আসবে বলে জানিয়েছে ঠিকাদার ও কর্মচারীরা।

ঝালকাঠি পানি উন্নয়ন অফিস সূত্রে জানাযায়, ঝালকাঠি জেলায় মোট ৩৯৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ঝালকাঠিতে নদী ও বেড়িবাঁধ ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ড উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা পাঠায়। এরমধ্যে সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নে ৪ কিলোমিটার, পোনাবালিয়া ইউনিয়নে ১ কিলোমিটার, কেওড়া ইউনিয়নে ৪ কিলোমিটার, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া থেকে আওড়াবুনিয়া পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার, আমুয়া ইউনিয়নে ৮ কিলোমিটার, নলছিটির দপদপিয়া ইউনিয়নের ২.৫ কিলোমিটার ও মোল্লারহাটে ৩ কিলোমিটারসহ প্রায় ৩০ কিলোমিটার নতুন বেড়িবাঁধ তৈরীর প্রস্তাবনা পাঠানো হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ২৪ কোটি টাকা বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য জানাযায়নি। তবে ঝালকাঠির বরখাস্ত হওয়া উপসহকারি প্রকৌশলী মাইনুল ইসলাম জানান, আমার এ বিষয়ে কিছুই করার নেই। কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছে তাই করেছেন। তবে প্রস্তাবিত প্রকল্পের প্রাক পরিমাপে ব্যাপক গড়মিল ও দূর্নীতির আশ্রয় নিয়ে ছিলেন কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেনি।

এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশালের দক্ষিঞ্চল নির্বাহী প্রকৌশলী মো. সাজিদুর রহামন সরদার জানায়, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলীসহ ২ জনের দেয়া প্রকল্পের প্রাক পরিমাপে গড়মিল পাওয়ায় বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলাকালীন দায়িত্বে থেকে তারা যেন প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবিএন/আজমীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত