![রাজবাড়ী শহর রক্ষা-বাধ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/19/rajbari_abnews_89059.jpg)
রাজবাড়ী, ১৯ জুলাই, এবিনিউজ : বরাট ও দাদর্শীবাসী রাজবাড়ী শহর রক্ষাকারী বাধ রক্ষার্থে ও নদী সু-শাসনের ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরশাদ আলী, সাধারন সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন শেখ, ৩নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক আসজাদ হোসেন আরজু, বর্তমান বরাট ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শেখ সুমন সবুজ, সাধারন সম্পাদক সবুজ মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, বরাট ও দাদর্শী ইউনিয়নের বেড়ী বাধের স্থায়ী ব্যবস্থা গ্রহন না করলে পদ্মা নদীর অব্যাহত ভাঙনে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ঘর ও উড়াকান্দা হাট নদী গর্বে বিলিন হয়ে যেতে পারে তাই স্থায়ীভাবে নদী শাসন করার দাবি জানান।
গতবছর পদ্মা নদীর অব্যাহত ভাঙনে শিকার হয়ে কয়েক হাজার মানুষ ভিটে মাটি হারিয়ে কেউ রাস্তার পাসে আবার কেউবা রয়েছে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কোন রকম ভাবে জীবন যাপন করছে। প্রতিবছর নেয় এবারও শুরু হয়েছে।
নদী ভাঙন শুরু হলেই দেখা যায় কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেন কর্তাব্যাক্তিরা যা কোন কাজে আসেনা বলেই জানান এলাকাবাসী। এভাবে আর কত মানুষ তাদের বাড়ী ঘর ফসলিজমি হারিয়ে নিঃশ্ব হবে!
এবিএন/রবিউল/জসিম/এমসি