শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কুলাউড়া পিডিবির সকল স্থাপনা দখলের পায়তারায় লিপ্ত পল্লী বিদ্যুৎ

কুলাউড়া পিডিবির সকল স্থাপনা দখলের পায়তারায় লিপ্ত পল্লী বিদ্যুৎ

কুলাউড়া পিডিবির সকল স্থাপনা দখলের পায়তারায় লিপ্ত পল্লী বিদ্যুৎ

কুলাউড়া (মৌলভীবাজার), ১৯ জুলাই, এবিনিউজ : পল্লী বিদ্যুৎ কর্তৃক কুলাউড়ার পিডিবির বিদ্যুৎ সরবরাহের সকল স্থাপনা,জমি,বিদ্যুৎ লাইন দখলের প্রতিবাদে আজ বুধবার দুপুরে কুলাউড়া শহরে এক বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।

কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ডাকে মানব বন্ধন আয়োজন করা হলেও শতাধিক রাজনৈতিক,সামাজিক ও পেশা জীবি সংগঠনের নেতৃবৃন্দ ব্যানারসহকারে মানব বন্ধনে অংশগ্রহন করে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে প্রতিবাদ মানব বন্ধনে অংশগ্রহন করেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য মো:আব্দুল মতিন,উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম,জাসদের কেন্দ্রীয় সহসভাপতি গিয়াস উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিম উদ্দিন,ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,সাধারন সম্পাদক মঈনুল ইসলাম শামীম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু,অধ্যক্ষ সিপার উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, পিডিবিকে পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের জন্য নাকি একটি চুক্তি হয়েছিল ২০০৪ সালে।

সে চুক্তির কারনে এখন পিডিবিকে পল্লী বিদ্যুৎ দখল করতে চাচ্ছে। বক্তারা বলেন, ২০০৪ সালের পিডিবি আর এখনকার পিডিবির অবস্থা এক নয়। এখন পিডিবি স্বয়ং সম্পূর্ন একটি প্রতিষ্টান।

এখানে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত উন্নীত করা হয়েছে। গ্রীড স্থাপন করা হয়েছে। লোডশেডিং নেই বললেই চলে। ১৫০ কোটি টাকার কাজ হয়েছে লাইন সংষ্কার,মেরামত ও গ্রীড প্রতিষ্টায়। আরও ২৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন। এ অবস্থায় পিডিবিকে পল্লী বিদ্যুৎ দখলের পায়তারা চালাচ্ছে।

অবিলম্বে পিডিবিকে দখলের প্রক্রিয়া থেকে পল্লী বিদ্যুৎ বের হয়ে না আসলে কুলাউড়াবাসী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে কুলাউড়া ছাড়াতে বাধ্য করবে।

এবিএন/পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত