বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ধারাবাহিক নাটক ‘বাবুই পাখীর বাসা’

ধারাবাহিক নাটক ‘বাবুই পাখীর বাসা’

ঢাকা, ১৯ জুলাই, এবিনিউজ : এটিএন বাংলায় আগামীকাল বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বাবুই পাখীর বাসা’। কাজী শাহীদুল ইসলামের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন রিচি, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, নাদিয়া, শ্যামল মওলা, অর্ষা, শর্মিলী আহমেদ, অলিউল হক রুমী, আইরিন আফরোজ, হীরা প্রমূখ।

একটি পরিবারের সদস্যদের নিয়ে আবর্তিত হয়েছে ‘একটি বাবুই পাখীর বাসা’ ধারাবাহিকের গল্প। যে পরিবারে প্রধান হিসেবে রয়েছেন মা শর্মিলী আহমেদ। তিন ছেলে শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির ও শ্যামল মওলা, একমাত্র মেয়ে আইরিন আফরোজ এবং বড় পুত্রবধু রিচিকে নিয়ে তাঁর সংসার। মীর সাব্বির এখনো বিয়ে না করলেও পরিবারের সম্মতিতেই নাদিয়ার সাথে প্রেম করে যাচ্ছে। প্রেম করে বিয়ে করবে বলেই নাদিয়া সবাইকে জানিয়ে প্রেম করছে। এ জন্য হবু শ্বশুড় বাড়িতে তার অবাধ যাতায়াত। অন্যদিকে ছোট ছেলে শ্যামল মওলার সঙ্গে অর্ষার প্রেমের সম্পর্ক না থাকলেও দুজনা’র মধ্যে সুসম্পর্ক রয়েছে।

চার সন্তানকে নিয়ে এক সময় পুরনো ঢাকার একটি টিন সেড বাড়িতে থাকতেন শর্মিলী আহমেদ। অনেক কষ্টে তিনি ছেলে-মেয়েদের মানুষ করেছেন। বড় ছেলে সেলিম ভালো চাকরী করেন। বড় ফ্ল্যাটে থাকে, গড়ীতে চড়ে। পরিবারে স্বাচ্ছন্দ্য আসলেও সবার মাঝে এখন আর আগের সেই আন্তরিকতা নেই। পরিবারের বর্তমান সময়কার এই টানাপোড়েনের কথা টিভিতে গান গাইতে গিয়ে অপকটে বলে ফেলে শ্যামল। এই নিয়ে শুরু হয় নতুন দ্বন্দ্ব, নিয়েই কাহিনী মোড় নেয় অন্য দিকে।

এটিএন বাংলার বৃহস্পতিবারের অনুষ্ঠানসূচী

০৯টা এটিএন বাংলা সংবাদ

০৯টা ১৫মিঃ টক শো ‘কথামালা’ উপস্থাপনা- মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনা- তাশিক আহমেদ।

১০টা এটিএন বাংলা সংবাদ

১০টা ৩০ মিঃ সরাসরি স¤প্রচারিত ইসলামী অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’

১১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ

১১টা ১৫মিঃ অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স’, পরিচালনা- ইসমাত জেরিন খান।

১২টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ

১২টা ১০মিঃ মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী শুভমুক্তি’ (১০২), পরিচালনা- ফয়সাল মাহমুদ।

১২টা ৪৫ মিঃ বিশেষ নাটক ‘প্রেম বড় মধুর’ রচনা- মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা- সৈয়দ শাকিল।

০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ

০২টা এটিএন বাংলা সংবাদ

০২টা ২৫মিঃ বিটিভির সংবাদ

০৩টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘তুমি আমার মনের মানুষ’ পরিচালনা- আজাদী হাসনাত ফিরোজ।

অভিনয়ে-

০৪টা এটিএন বাংলা সংবাদ

০৫টা গ্রাম-গঞ্জের খবর

০৬টা ইংরেজি সংবাদ।

০৭টা এটিএন বাংলা সংবাদ

০৮টা ধারাবাহিক নাটক ‘গ্যারাকলে মীরাক্কেল’ (শেষ পর্ব/৮৬), রচনা ও পরিচালনা- হামেদ হাসান নোমান।

অভিনয়ে: তৌকীর আহমেদ, মীর সাব্বির, জেনী, লুৎফর রহমান জজ, মানস বন্দোপাধ্যায়, জয়রাজ।

০৮টা৪০মিঃ ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’ (পর্ব-৬৩), রচনা ও পরিচালনা- মুরাদ পারভেজ।

অভিনয়েঃ ঝুনা চৌধুরী, শম্পা রেজা, চিত্রলেখা গুহ, সোহানা সাবা, আহসান হাবিব নাসিম, ইরফান সাজ্জাদ, ইউসুফ রাসেল, সুমনা সোমা, খালেকুজ্জামান, রোকসানা হিরা, সুসমী আহসান প্রমুখ।

০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘বাবুই পাখীর বাসা’ (পর্ব-৯৪) রচনা: কাজী শহীদুল ইসলাম, পরিচালনাঃ সকাল আহমেদ।

অভিনয়েঃ রচি, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, নাদিয়া, শ্যামল মওলা, অর্ষা, শর্মিলী আহমেদ, অলিউল হক রুমী, আইরিন আফরোজ, হীরা প্রমূখ।

১০টা এটিএন বাংলা সংবাদ

১০টা ৫৫মিঃ ক্যামব্রিয়ান এডুকেশন গ্র“প নিবেদিত টেলিফিল্ম ‘...............’, ।

১২টা টক শো ‘অন্যদৃষ্টি’ উপস্থাপনা- শ্যামল দত্ত, পরিচালনা- নবুয়াত রহমান।

০১টা এটিএন বাংলা সংবাদ।

০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৭০৯)

[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত