![বরগুনার আমতলীতে ভিজিএফ’র গম বিতরনে ব্যাপক অনিয়ম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/19/borguna_abnews24_89109.jpg)
বরগুনা, ১৯ জুলাই, এবিনিউজ : বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ঈদ সহায়তা বিশেষ ভিজিএফ’র খাদ্যশস্য গম বিতরনে ব্যাপক অনিয়নের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি বরাদ্দ ১৩.২৭ কেজি হলেও দুঃস্থরা পেয়েছে ৯ কেজি করে।
এছাড়া প্রকৃত দুঃস্থরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বরাদ্দকৃত গমের সঠিকতথ্য ইউপি সদস্যরা জানেননা। আমতলী প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৩৫ হাজার ৬ শ ৪৭ জন অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য জনপ্রতি ১৩.২৭ কেজি গম হিসাবে ৪৭৩ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়।
এর মধ্যে গুলিশাখালী ইউনিয়নে ৫ হাজার ১ শ ৪৮ জনের জন্য ৬৮.৩১৩ মেট্রিক টন, কুকুয়া ইউনিয়নে ৪ হাজার ৬০০ জনের জন্য ৬১.৪২ মেট্রিক টন, আঠারগাছিয়া ইউনিয়নে ৪ হাজার ৫ শ’২৩ জনের জন্য ৬০.২০ মেট্রিক টন, হলদিয়া ইউনিয়নে ৫ হাজার ১ শ ৮২ জনের জন্য ৬৮. ৭৬৫ মেট্রিক টন, চাওড়া ইউনিয়নে ৪ হাজার ১শ’৩৭ জনের জন্য ৫৪. ৮৯৭ মেট্রিক টন, আমতলী সদর ইউনিয়নে ৪ হাজার ৬শ ৩৪ জনের জন্য ৬১.৪৯৩ মেট্রিক টন, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ২ হাজার ৭ শ ৪১ জনের জন্য ৩৬.৩৭০ মেট্রিক টন এবং আমতলী পৌরসভায় ৪ হাজার ৬ শ ৮২ জনের জন্য ৬২.১৩০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে।
ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে গম বিতরন করেছে। বিতরনকালে জনপ্রতি বরাদ্দকৃত গম ওজনে ৪ কেজি কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৩.২৭ কেজির গমের পরিবর্তে জনপ্রতি দেয়া হচ্ছে ৯ কেজি। অভিযোগ রয়েছে প্রকৃত দুস্থরা গম পাচ্ছেন না।
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাওয়া আক্তার বলেন, আমার তিনটি ওয়ার্ডে ২০০ জনের নামের তালিকার বিপরীতে ৪০ বস্তা গম দিয়েছিল। ওই গম বালতি দিয়ে বিতরন করেছি।
গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান এড. নূরুল ইসলাম মিয়া বলেন, সঠিক ভাবেই গম বিতরন করা হয়েছে। কোথাও কোন অনিয়ম হয়নি। ট্যাগ অফিসার উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের উপস্থিতিতে গম বিতরন করা হয়েছে।
গুলিশাখালী ইউনিয়নে দায়িত্বরত ট্যাগ অফিসার ও উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বলেন আমি যাইনি, সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিনকে পাঠিয়েছিলাম। ওজনে কম দেওয়ার বিষয়টি আমার জানা নেই।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান বলেন, সঠিকভাবে বিতরনের জন্য সকল ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। কোন অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/তরিকুল/জসিম/এমসি