![রাজবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/19/e_abnews_89130.jpg)
রাজবাড়ী, ১৯ জুলাই, এবিনিউজ : রাজবাড়ীতে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত শামসুদ্দিন খানের ছেলে মো. তারা খান (২১) ও একই ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের মো. মেহেরউল্লাহের ছেলে রাকিবুল ইসলাম (২২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচলাক রাজীব মিনা জানান, আটককৃত খান ও রাকিবুল পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল।
সকালে খোলাবাড়িয়া গ্রামে তারার বাড়িতে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী ভান্ডারিয়া এলাকা থেকে তার সহযোগী রাকিবুলকে আটক করা হয়। আটককৃদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/রবিউল/জসিম/এমসি