শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে কার্ড প্রদান

শ্রীমঙ্গলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে কার্ড প্রদান

শ্রীমঙ্গলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে কার্ড প্রদান

শ্রীমঙ্গল, ১৯ জুলাই, এবিনিউজ : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, বেদে, দলিত হরিজন এবং অনগ্রসর জনিত ভাতা প্রদানের জন্য ৯০৩ জনের মধ্যে কার্ড বিতরন করা হয়েছে।

সাবেক চিফ হুইপ ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো.আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব কার্ড বিতরন করেন।

আজ বুধবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলার বিদায়ী সমাজসেবা অফিসার আব্দুল মান্নানন, কালিঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রানেশ গোয়ালা ,শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ ছালিক আহমদ,জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৯০৩ জনকে কার্ড প্রদান করা হয়। যার মধ্যে বয়স্ক ভাতা ৪০৪ জন, প্রতিবন্ধী ভাতা ৩৬০ জন, বিধবা ভাতা ও স্বামী নিগৃহীত ভাতা ৪৪ জন এবং বেদে, দলিত হরিজন অনগ্রসর জনিত ভাতা ৯৫ জন কে নতুন বই দেওয়া হয়।

এবিএন/কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত