শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কুলাউড়ায় বিধবার সম্পত্তি জবর দখলের চেষ্টা

কুলাউড়ায় বিধবার সম্পত্তি জবর দখলের চেষ্টা

কুলাউড়া (মৌলভীবাজার), ১৯ জুলাই, এবিনিউজ : কুলাউড়া পৌর এলাকার জয়পাশা গ্রামে এক বিধবা মহিলার সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে একটি মহল। সম্প্রতি এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী ঐ মহিলা কুলাউড়া থানায় একটি এজাহার দিয়েছেন।

এজাহার সুত্রে জানা গেছে, জয়পাশা গ্রামের আতাউর রহমান চৌধুরীর গত ৪ বছর পূর্বে মারা যান। মারা যাবার প্রাক্তালে তিনি প্রচুর ধন সম্পত্তি ও ব্যাংকে টাকা পয়সা রেখে যান।

আতাউর রহমান চৌধূরী ও স্ত্রী সুলতানা আক্তার চৌধুরীর ঘরে কোন সন্তান থাকার সুবাধে আতাউর রহমান চৌধুরীর বৈপৃত্রিয় সৎ বোন সুফিয়া বেগম ও বৈপৃত্রিয় ভাগ্নে পৃথিমপাশা গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র আবুল কালাম ,আব্দুস ছালাম ও এমরান আহমদ তাঁর রেখে যাওয়া কাছিমনগর মৌজার ২৯,৫৮,৫৯,৬০,৬১ নং দাগসহ বিভিন্ন দাগে ২ একর ২২ শতক জমি জবর দখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন।

এছাড়াও তারা ব্যাংকের কাগজপত্র,জমির কাগজপত্রও তারা লুকিয়ে রেখেছেন। সম্প্রতি তারা বাড়ির ৩ টি সেগুন গাছ, ১টি আমগাছ কেটে বিক্রি করেন । থানায় এজাহার দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গাছ কাটা এবং বিক্রিতে বাধা নিষেধ প্রদান করে আসে।

এ ব্যাপারে মৃত আতাউর রহমান চৌধূরীর স্ত্রী সুলতানা আক্তার চৌধুরী বলেন,‘তিনি বয়স্ক মানুষ। ৪ বছর হয়েছে স্বামী মারা গেছেন। কিন্তু এখন পর্যন্ত জায়গার ভাগ ভাটোরায়া করা হয়নি। আমার স্বামীর ব্যাংকের সকল কাগজপত্রএবং জায়গার কাগজপত্র ভাগ্নেরা তাদের কাছে রেখেছে।

শহরের দোকান কোঠা ভাড়া বাবৎ তারা আমাকে মাত্র ১ হাজার টাকা দেয়। বাকি ৩ হাজার টাকা তারা নিয়ে নেয়। আমি অসহায় বৃদ্ধা মানুষ স্বামীর এত সম্পদ থাকার পরও না খেয়ে বসবাস করছি। আমি এর প্রতিকার চাই। চাই এর সুষ্ট সমাধান । ’

এ ব্যাপারে কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলাম জানান, ভুক্তভোগী মহিলার লিখিত এজাহারের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত