![পদ্মা পাড়ে আর্ন্তজাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/19/manikgong_abnews_89143.jpg)
মানিকগঞ্জ, ১৯ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট সংলগ্ন পদ্মা পাড়ে নির্মাণ হতে যাচ্ছে আর্ন্তজাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম।
সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এই স্টেডিয়ামের সম্ভাব্যস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটের কাছে ধুত্রাবাড়ি নামক একটি জায়গা পরিদর্শন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ও বুয়েটের একটি বিশেষজ্ঞ দল।
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ধুত্রাবাড়ি পদ্মা নদীর খুবই কাছে। গতকাল মঙ্গলবার ওই স্থানটিই পরিদর্শনে যায় বিশেষজ্ঞ দলটি।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, ক্রীড়া পরিষদের প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা, সুকুমার সাহা এবং বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক বদরুজ্জামান, ইকরামুল হক, মাহফুজুর রহমান স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করে। স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মো. রাশেদ উপস্থিত ছিলেন এ সময়।
পদ্মা নদীর পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার অংশ হিসেবেই স্পটটি পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও স্থানীয় সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। তিনি বলেন, পাটুরিয়া ফেরি ঘাট সংলগ্ন এলাকাটি প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। ফেরি ঘাট ছাড়াও চারপাশে সুন্দর প্রকৃতি বিদ্যমান। যদি এখানে স্টেডিয়াম নির্মিত হয়, এই অঞ্চলে পর্যটন শিল্পও উন্নত হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারি অশোক কুমার বিশ্বাস বলেন, একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য আমাদের ২৫ একর জমি প্রয়োজন। প্রয়োজনীয় জমি এখানে রয়েছে এবং ভূমি অধিগ্রহণ শুরু হবে যদি বুয়েটের প্রতিনিধি দল পজিটিভ রিপোর্ট দেয়। বর্তমান সরকারের মেয়াদ কালেই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে।
এবিএন/সোহেল/জসিম/এমসি