![মানিকগঞ্জে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/20/manikganj-moshok@abnews_89270.jpg)
মানিকগঞ্জ, ২০ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জ জেলা শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে মানিকগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার মানিকগঞ্জ পৌরসভার অায়োজনে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্ভোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম।
মানিকগঞ্জ শহরের ভাষা শহীদ রফিক চত্তরে বৃহস্প্রতিবার মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম এর সভাপতিত্বে অভিযানের
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আব্দুল মতিন, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলার ও জেলা অাওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারসহ প্রমূখ।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর