শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীতে বৃক্ষমেলা-২০১৭ উদ্বোধন করলেন এমপি কাজী কেরাত আলী

রাজবাড়ীতে বৃক্ষমেলা-২০১৭ উদ্বোধন করলেন এমপি কাজী কেরাত আলী

রাজবাড়ীতে বৃক্ষমেলা-২০১৭ উদ্বোধন করলেন এমপি কাজী কেরাত আলী

রাজবাড়ী, ২০ জুলাই, এবিনিউজ : “বৃক্ষরোপন করে যে সম্পতশালী হয় সে, অর্থপুষ্টি সাস্থ্য চান দেশী ফল বেশি খান” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন করা হয়েছে ৫দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষ মেলা।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আজাদী ময়দানে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ সম্মানিত অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম এ খালেক, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, বিভাগীয় বন কর্মকর্তা , সামাজিক বন বিভাগ ফরিদপুর মোঃ এনামুল হক ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাঈম আস্ সাকীব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজী কেরামত আলী বলেন, আসুন বঙ্গবন্ধুর নামে একটি করে বৃক্ষরোপন করি। বৃক্ষ মানবজীবনের সাথে ওৎপতভাবে জড়িত। আমাদের পরিবেশ আমাদের কেই সন্দুর রাখতে হবে। বৃক্ষ ছাড়া আমাদের একটা মুর্হুতও চলার সুযোগ নেই।

এবিএন/রবিউল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত