![সিআইডি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/20/rajbari_abnews_89328.jpg)
রাজবাড়ী, ২০ জুলাই, এবিনিউজ : রাজবাড়ীতে গাঁজাসহ খলিল শেখ ৬০ নামে এক গাজা ব্যবসায়ী কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
গ্রেফতারকৃত খলিল শেখ ফেলু মোল্লা পাড়া এলাকার মৃত আনিস শেখের- ছেলে।
রাজবাড়ী জেলা সিআইডি অফিস সুত্রে জানা যায়, ১৯ জুলাই রাত ৮ টার দিকে পুলিশ পরিদর্শক মোঃ সোহরাব উদ্দিন এর নেতৃত্বে অফিসার, ফোর্স সহ গোয়ালন্দঘাট থানা এলাকার ফেলু মোল্লাপাড়া কফিলউদ্দিন ফিলিং ষ্টেশনের পাশের পান বিড়ি-সিগারেটের দোকানদার খলিল শেখ (৫৮)কে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
আসামী খলিল শেখের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
এবিএন/রবিউল/জসিম/এমসি