![বরগুনায় মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/20/manob-bondon_abnews_89331.jpg)
বরগুনা, ২০ জুলাই, এবিনিউজ : মাদ্রাসাসহ দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান ও অবসর-কল্যাণ তহবিলে অতিরিক্ত ৪শতাংশ কর্তণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বরগুনা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন,২০১৫ খ্রিস্টাব্দের ৮ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে এখনো সরকারের প্রতিশ্রুতি ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাস্তবায়ন করা হয়নি। সামান্য বেতনভুক্ত শিক্ষক-কর্মচারীদের সারা জীবনের একটিমাত্র টাইমস্কেল সেটিও বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত বৈশাখী ভাতা থেকেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদেরকে বঞ্চিত করা হয়েছে। এটা খুবই দুঃখজনক । অবিলম্বে মাদ্রাসাসহ দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান ও অবসর-কল্যাণ তহবিলে অতিরিক্ত ৪শতাংশ কর্তণের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবী জানান।
অন্যান্যদের মধ্যে মানব্বন্ধনে, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন বরগুনা জেলা শাখার সভাপতি মো. আব্দুস সত্তার ও সাধারন সম্পাদক মো. জহিরুল হক বক্তব্য রাখেন।
এবিএন/তরিকুল/জসিম/এমসি