![মুন্সীগঞ্জ জেলা ১১টি মডেল মেডিসিন সপ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/20/munsigong_abnews_89334.jpg)
মুন্সীগঞ্জ, ২০ জুলাই, এবিনিউজ : গনপ্রজাতন্থী বাংলাদেশ সরকার কতৃক গৃহীত পাইলট প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ জেলা মুক্তারপুর আয়শা ফামেসী সহ ১১টি মডেল মেডিসিন সপ উদ্বোধন করেন মহাপরিচালক ঔষধ প্রসাশন অধিদপ্তর স্বাস্থ্যও পরিবার কল্যান মন্ত্রানালয় মেজর জেনারেল মো: মোস্তাফিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার ড্রাগ সুপার মো: সামছুউদ্দিন। মুন্সীগঞ্জ জেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নারায়ন চন্দ্র দাস কালা, নতুন সংবাদ ৭১ এর নিবার্হী সম্পাদক মো: জাহাঙ্গীর আলম।
পঞ্চসার ইউনিয়ন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি স্বপন কোমার দাস, সিনিয়র সহ- সভাপতি আশরাফুল আলম সোহেল, সাধারন সম্পাদক মো: শহিদ উল্লাহ।
এবিএন/টিপু/জসিম/এমসি