শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জে হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

মানিকগঞ্জে হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

মানিকগঞ্জ, ২০ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫ পুড়িয়া হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদফতর।

পরে তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক বিক্রেতা নুরুল ইসলাম (৩৭)। সে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার মৃত মনছুর আলীর পুত্র।

আজ বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫ পুড়িয়া হেরোইনসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, মানিকগঞ্জ শহরসহ আশেপাশের এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক বিক্রির করে আসছিল সে , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০৫ গ্রাম ওজনের (১৫ পুড়িয়া) হেরোইন জব্দ করা হয়।

মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানায়, আটক নুরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্প্রতিবার বিকেলে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/ সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত