শরীয়তপুর, ২০ জুলাই, এবিনিউজ : শরীয়তপুরে রুবেল মোল্যা (৩০) নামে হত্যা মামলার এক আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোছা: মরিয়ম-মুন-মুঞ্জুরী এই আদেশ দেন। রুবেল মোল্যা শরীয়তপুর সদর উপজেলার চরগাজিপুর গ্রামের শাহাজান মোল্যার ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ জুলাই দুপুর ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী জীবন চন্দ্র দেবনাথের স্ত্রী জোসনা রানীকে (৬০) লোহার শাবল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে রুবেল মোল্যা।
এ ঘটনায় ওই দিনই জোসনা রানীর ছেলে স্বপন চন্দ্র দেবনাথ বাদী হয়ে পালং মডেল থানায় রুবেলকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ যুক্তিতর্ক শুনানি শেষে তিন বছর পর জ্যোৎ¯œা রানীকে যে তারিখে হত্যা করা হয়েছিল সেই তারিখেই ২০ জুলাই আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ও মামলার বাদী রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন, অপর দিকে আসামী পক্ষের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন।
এবিএন/নজরুল/জসিম/এমসি