![চাচাতো বোনকে ধর্ষণ ও গর্ভবতী করার ঘটনায় মামলা দায়ের](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/21/raep@abnews_89456.jpg)
ঝালকাঠি, ২১ জুলাই, এবিনিউজ : চাচাতো ভাই কর্তৃক ধর্ষনের শিকার ও ৭ মাসের গর্ভবতী কিশোরী আঁখি এখন দিশেহারা। একদিকে আদালতে মামলা দায়েরের পর পুলিশ কোন ব্যবস্থা গ্রহন না করায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। নলছিটির কুশংগল গ্রামের মোসলেম ফকিরের পুত্র ধর্ষক সাইদুল ও তার আসামী পরিবারের কাছে জিম্মি আখিঁর পরিবার।
জানাগেছে, গত ১৩ জুন লিগ্যাল এইডের আইনজীবি নারগিস আক্তার বানু ভিকটিম আখিঁ আক্তার পাখির পক্ষে আইনজীবি নিযুক্ত হয়ে ঝালকাঠি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্টাইব্যুনালে একটি মামলা (নং৮৯/২০১৭) দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে নলছিটি থানার ওসিকে এজাহার গ্রহনের আদেশ প্রদান করেন। কিন্তু বিধি বাম! টাকা ও প্রভাবশালীদের আশ্রয়ে থাকা ধর্ষক পরিবারের কাছে জিম্মি হয়ে মামলাটি একমাস ৫দিন অতিবাহিত হওয়ার পরেও এজাহার হিসেবে গণ্য হয়নি। তাই ভিকটিম বাধ্য হয়ে গত সপ্তাহের বুধবার পুনরায় আদালতের স্মরনাপন্ন হন এবং আদালত পুনরায় থানাকে এজাহার গ্রহন করে আদালতে কপি পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, দুই সন্তানের জনক সাইদুল নিজের বউকে অক্ষম দাবী করে চাচাতো বোন কিশোরী আঁখিকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১০ মার্চ তাকে ধর্ষণ করে। এ ঘটনায় আঁখি বর্তমানে ৭ মাসের গর্ভবর্তী। পরিবারটি লোক লজ্জার ভয়ে মেয়েকে অন্যত্র সরিয়ে রেখেছেন।
ভিকটিমের পিতা দরিদ্র ইউসুফ আলী ফকির রোববার অভিযোগ করে বলেন, ধর্ষক সাইদুল ও ভাই শহিদুল কিছুদিন পূর্বে রাত ২টার দিকে দা নিয়ে দৌঁড়ে আমার ঘরের সামনে আসে। আমার ঠ্যাং কেটে আদালতে মামলায় বুঝাবে বলে হুমকী দেয়। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে আদালতে আরেকটি পিটিশন দাখিল করেন।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর