শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ১

মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ১

মানিকগঞ্জ, ২১ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের শিবালয়ে সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬জন। প্রাথমিক অবস্থায় নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যানি। আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোড়লা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ইয়ামিন-উদ-উল্লাহ জানান, ঢাকাগামী সাকুরা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে পাটুরিয়াগামী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় মাইক্রোবাসের সামনের আসনে বসে থাকা যুবক (২৫) ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত