![প্রখ্যাত ও খ্যাতিমান মাদারীপুরের নারী চিকিৎসক ডা. জোহরাকে মরণোত্তর সম্মাননা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/21/dr.zohor@abnews_89478.jpg)
মাদারীপুর, ২১ জুলাই, এবিনিউজ : উপমহাদেশের প্রখ্যাত ও খ্যাতিমান নারী চিকিৎসক ডা. জোহরা বেগম কাজীকে মরণোত্তর সম্মাননা পুরস্কার তার পরিবারের হাতে তুলে দিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এসময় মনো-মুক্তকর শিশু নাট্যে ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭ আয়োজন করা হয়। এতে অংশগ্রহন করেন মাদারীপুর জেলা উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে ও মাদারীপুরের জেলা প্রশাসনের সহযোগীতা মাদারীপুর জেলা সার্কিট হাউজে শুক্রবার সকাল সাড়ে ১০টার এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) সমুন দেব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক আহমেদ এবং আরও উপস্থিত ছিলেন মাদারীপুর শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সী, আলোচক হিসাবে ছিলেন ডা. আ.বারি, এবং মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক মো. শাহজাহান খানসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/নির্ঝর