সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

মারা গেল ‘রাজলক্ষ্মী’

মারা গেল ‘রাজলক্ষ্মী’

ঢাকা, ২১ জুলাই, এবিনিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরভাড়াউড়া এলাকায় এক সপ্তাহ ধরে আহত অবস্থায় পড়ে থাকা পোষা হাতি ‘রাজলক্ষ্মী’ মারা গেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে হাতিটি মারা যায় বলে জানিয়েছেন হাতিটির মালিক সিরাজুল ইসলাম। সিরাজুল কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের বাসিন্দা।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজলক্ষ্মীকে উদ্ধারে মালিক, ভেটেরিনারি সার্জন, সরকারি কর্মকর্তা ও বন বিভাগের লোকজন আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। জেলা ভেটেরিনারি সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার জানান, রাজলক্ষ্মীর ওজন প্রায় ৩ হাজার কেজি হবে। হাতিটির বয়স প্রায় ৩৫ বছর।

সার্কাস ও বিয়ের অনুষ্ঠানে খেলা দেখানোর জন্য নরসিংদীর একটি সার্কাস দল হাতিটি ভাড়া নেয়। গত শুক্রবার (১৪ জুলাই) রাতে হাতিটি ট্রাকে করে ফেরত আনার সময় শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামাতে গেলে হাতিটি ছিটকে পড়ে আহত হয়। হাতিটির শারীরিক অবস্থা ভালো ছিল না। ৭ দিন ধরে হাতিটির চিকিৎসার চলছিল। উঠে দাঁড়াতে পারছিল না। চিকিৎসকদের ধারণা, হাতিটির কোমর অথবা মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হয়েছে যার কারণে বাঁচার কোনও লক্ষণ ছিল না।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত