![লৌহজংয়ে ঘর থেকে ২৯ গোখরা সাপ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/21/munsigong_abnews_89497.jpg)
মুন্সিগঞ্জ, ২১ জুলাই, এবিনিউজ : লৌহজং উপজেলার কনকসার অন্বেষণ পল্লীর একটি মাটির বসত ঘর থেকে ২৯ টি গোখরা উদ্বার করা হয়েছে। পদ্মার তীরে অবস্থিত এই পল্লী থেকে উদ্ধার হওয়া গোখরা সাপগুলো দেখতে ভীড় জমায় আশপাশের এলাকার লোকজন। কনকসার ইউনিয়নের ২নং ওর্য়াডে ছিন্নমূলদের জন্য তৈরি অন্বেষন পল্লীর বাসিন্দা শীলা রানী দাসের ঘরে পাওয়া যায় এই গোখরা।
মাটির ঘরটির মাঝ খানে বড় আকারের মা গোখরা ২৮ টি বাচ্চা নিয়ে বাসা বেঁধেছিল। এই গোখরার অস্থান টের পেয়ে অন্বেষন পল্লীর লোকজনের মধ্যে সাপ আতংক ছড়িয় পরে।
এই খবর শুনে পাশে থাকা বেদেঁ পল্লী থেকে সাপুরে তারু মিয়া ও মজনু এসে হাজির হয়। অতি সাহসিকতার সঙ্গে তারু মিয়া মাটির গর্ত থেকে বড় মা গোখরাট ধরেন এরপর একে একে ২৮ টি বাচ্চা গোখরা উদ্ধার করেন।
কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, বিষধর ২৯ গোখরা উদ্বারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
লৌহজং উপজেলার নিবার্হী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, গোখরাগুলো সুরক্ষার জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। চারদিকে বন্যা এবং বর্ষা পানি আসায় এলাকায় সাপের বেশ প্রকোপ। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এবিএন/টিপু/জসিম/এমসি