রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ঢাকা, ২১ জুলাই, এবিনিউজ : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পেয়ার আহম্মদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আল-রামস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পেয়ার আহম্মদ ঘটনাস্থলে প্রাণ হারান। এতে মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। তাকে স্থানীয় শেখ সাকর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা এ তথ্য নিশ্চিত করেন।

পেয়ার আহম্মদের মরদেহ বর্তমানে স্থানীয় আল সাইফ মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি নোয়াখালীর সেনবাগ থানার এনায়েতপুর গ্রামের মুহাম্মদ আবদুল জলিলের ছেলে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত