
মৌলভীবাজার, ২১ জুলাই, এবিনিউজ : অবশেষে আহত হাতি রাজলক্ষীকে বাঁচানো গেলনা। আজ শুক্রবার ২১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল শহরের উত্তরভাড়াউড়া এলাকায় ৫ নং পুলের কাছে ‘রাজলক্ষী’ পোষা হাতি মারা যায়। জেলার শ্রীমঙ্গলে উত্তরভাড়াউড়া এলাকায় সড়কের পাশে ট্রাক থেকে নামানোর সময় পড়ে গিয়ে আহত হয় পোষা হাতি ‘রাজলক্ষ্মী’। ৭ দিন ধরে হাতিটির চিকিৎসার চলছিল। উঠে দাঁড়াতে পারছিল না। চিকিৎসকদের ধারণা, হাতিটির কোমর অথবা মেরুদন্ডের হাড় স্থানচ্যুত হয়েছে।
হাতিটির মালিক কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের সিরাজুল ইসলাম, কয়েক মাস আগে ব্রাম্মনবাড়িয়ার এক লোক ভাড়া নেয় সার্কাস ও বিয়ের অনুষ্ঠানে খেলা দেখানোর জন্য। ১৪ জুলাই শুক্রবার রাতে হাতিটি ট্রাকে করে ফেরত দিতে আনা হয়। শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামাতে গেলে হাতিটি ছিটকে পড়ে আহত হয়। বয়স প্রায় ৩৪ বছর। ওজন সাড়ে তিন হাজার কেজি।
ভেটেরিনারি সার্জন মো. আরিফুল ইসলাম বলেন, ‘শুরু থেকেই তিনি হাতিটির চিকিৎসা করেন। বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন বিভিন্ন ধরনের ২০ লিটার স্যালাইন দেওয়া হয়। সাফারি পার্ক ও চিড়িয়াখানার প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শমতোই চিকিৎসা দেয়া হয়েছিল।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর