রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

AUST এ স্কুল অফ বিজনেসের আয়োজনে জব ফেয়ার অনুষ্ঠিত

AUST এ স্কুল অফ বিজনেসের আয়োজনে জব ফেয়ার অনুষ্ঠিত

ঢাকা, ২২ জুলাই, এবিনিউজ : আজ শনিবার ২২জুলাই, ২০১৭ আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (AUST) স্কুল অফ বিজনেসের আয়োজনে জব ফেয়ার এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬টি ডিপার্টমেন্ট এর চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের CV এবং স্পট ইন্টারভিউ গ্রহণ করে জব ফেয়ার এ অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ। দেশী বিদেশী মোট ২০ টি প্রতিষ্ঠান উক্ত জব ফেয়ার এ অংশ গ্রহণ করে।AUST এ স্কুল অফ বিজনেসের আয়োজনে জব ফেয়ার অনুষ্ঠিত

এই জব ফেয়ার এর উপদেষ্টা স্কুল অফ বিজনেসের সহকারী অধ্যাপক নাজনীন আখতার বলেন, ‘ভবিষ্যতে পেশাগত জীবনে প্রবেশের জন্য এই জব ফেয়ার ছাত্র-ছাত্রীদেরজন্য একটি বড় সুযোগ। এখানে কোম্পানি গুলি তাদের কোম্পানির জন্য কি ধরনের লোকবল চায় তার একটি সম্যক ধারণা শিক্ষার্থীরা পেয়েছে যা তাদের নিজেদের আরো সুনিপুণ ভাবে গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। স্কুল অফ বিজনেসের বিজনেস সোসাইটির আয়োজনে এই জব ফেয়ার এ সার্বিক সহযোগিতা করেছে পাঠাও ডটকম।

এবিএন/তমাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত