
সেনবাগ (নোয়াখালী), ২২ জুলাই, এবিনিউজ : বিএনপি চেয়ারপার্সেনর উপদষ্টা , সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের সাবেক এমপি জয়নুল আবদিন ফারুকের কারামুক্তি শেষে নিজ বাড়ি সেনবাগে আসেন।সংবাদ পেয়ে নেতাকমীরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সেবারহাট বাজারে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে পুলিশ দায়িত্ব পালন করার সময় বিএনপির উত্তেজিত নেতা কর্মীরা পুলিশের সাথে বাকবিতন্ডা এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ করে নেতা কর্মীরা । হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন এস আই সাইফুল ইসলাম ও এস আই আজাদ।
শনিবার সকাল ১০ টার সময় ওই শোভাযাত্রা হওযার কথা ছিলো। বিএনপির নেতাকমীদের অভিযোগ সকালে সেনবাগে ছমির মুন্সিরহাট বাজার সংলগ্ন আজিজপুর পোলের গোড়ায় ও সেনবাগ রাস্তার মাথায় পুলিশ, ছাত্রলীগ আটকিয়ে দেয়। পরে সেবারহাট বাজারে সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান ও সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীরের নেতিৃত্বে একটি শোডাইন করে ছাত্রলীগ।
সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, পুলিশ দায়িত্ব পালন কালে বিএনপির নেতা কর্মীরা পুলিশের সাথে বাকবিতন্ডা ও ইট পাটকেল নিক্ষেপ করে। আমার দুই পুলিশ সদস্য আহত হয়। এবং থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/ইমরান