![মাদারীপুর ব্যবসায়ীরা সড়কে ধান রোপন করে প্রতিবাদ জানিয়েছে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/22/img_20170722_130942_89688.jpg)
মাদারীপুর, ২২ জুলাই, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ৬শত দোকান নিয়ে বড় একটি বাজার যেখান থেকে সরকারের প্রতি বছর রাজস্ব আয় হয় প্রায় ৭ লক্ষ টাকা কিন্তু এই বাজারের দোকানদাররা নিরুপায় হয়ে বাজারের বিভিন্ন সড়কে পানি ও কাদা হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ জানিয়েছে।
জেলা সদরে বড় বাজারের মধ্যে মস্তফাপুর ৪ নং ওয়ার্ডে এটি একটি বড় বাজার। বাজার কমিটি, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এই বাজারের পানি নিস্কাশনের ব্যবস্থা না নেয়ায়, বাজারের ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেও বাজারের গোলাকার প্রায় দেড় কি.মি. সড়ক কাদা-পানিতে তোলিয়ে যায়, এতে বিপাকে পড়ে ব্যবসায়ীসহ সাধরন মানুষ। একবারে প্রয়োজন না হলে কেউ এই বাজারে আসছে না। এতে বাজারের ব্যবসায়ীরা সারাদিন দোকানে বসে থেকেও খরচের টাকা তুলতে পারছে না। তাই বাধ্য হয়ে বাজারের বিভিন্ন সড়কে ধান রোপন করে প্রতিবাদ জানচ্ছে।
সরোয়ার হোসেন, রহিম মাতুব্বর, রফিক জানান , বাজারে কাদা-পানি নিস্কাশন না করায় ব্যবসায়ীরা বাজারে ধান রোপন করে ব্যাতিক্রম প্রতিবাদ জানিয়েছে বাজারের ব্যবসায়ীরা
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান