শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে ষাটোর্ধ লম্পট কর্তৃক ৭ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার

ঝালকাঠিতে ষাটোর্ধ লম্পট কর্তৃক ৭ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার

ঝালকাঠিতে ষাটোর্ধ লম্পট কর্তৃক ৭ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার

ঝালকাঠি, ২২ জুলাই, এবিনিউজ : বাদাম কুড়াতে গিয়ে জান্নাতি (৭) নামে এক শিশু স্থানীয় ষাটোর্ধ ল্যম্পট সুলতান হাওলাদার কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝালকাঠি জেলা শহরের কৃষ্ণকাঠী এলাকায় এ ঘটনার অভিযোগে শিশুটির মা মুন্নী বেগম বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। কৃষ্ণকাঠীর মৃত. হারুন হাওলাদারের মেয়ে ও স্থানীয় কুতুব নগর নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার শিশু শ্রেনীর ছাত্রী জান্নাতি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির খালা খালেদা আক্তার জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে শিশুকন্যা জান্নাতি শহরের কৃষ্ণকাঠী মল্লিক বাড়ির কাছে গাছ থেকে বাদাম কুড়াতে যায়। এসময় প্রতিবেশী ষাটোর্ধ সুলতান হাওলাদার (৬০) তাকে দেখে ৫ টাকা দেয়ার প্রলোভন দিয়ে পার্শবর্তী একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের মধ্যে ডুকিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছোট্ট শিশু জান্নাতি ডাক-চিৎকার দিলে শিশুটির খালা শুনতে পেয়ে এগিয়ে যায়।

এসময় দিগম্বর সুলতান কে দেখে বোনের মেয়েকে রক্ষায় ছুটে আসে ও চিৎকার দিয়ে এলাকাবাসীকে জড়ো করলে লম্পট সুলতান দৌড়ে পালায়। পরে তার খালা শিশুটিকে উদ্বার করে বাসায় নিয়ে আসে ও সেখান থেকে স্থানীয়দের সহযোগীতায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনার পর থেকেই লম্পট সুলতান হাওলাদার আত্মগোপন করে আছে। শিশুটির মা জানান, ধর্ষণ চেষ্টার শিকার সাত বছরের ঐ কণ্যা শিশু কণ্যা স্থানীয় কুতুব নগর নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসায় শিশু শ্রেণীতে পড়ে। প্রতিবেশী ওই পাষন্ড সুলতান শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। লোক লজ্জার ভয়ে ব্যপারটি গোপন রাখে বলে শিশুটির ‘মা’ অভিযোগ করেন। এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহানাজ সুলতানা জানায়, শিশুটিকে ধর্ষণের আলামতসহ শিশুটি শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি জানান, এ বিষয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্ত সুলতানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এবিএন/আজমীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত