শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনা পৌর কাউন্সিলরের মাছের ঘেড়ে বিষ দিয়েছে দূর্বৃত্তরা

বরগুনা পৌর কাউন্সিলরের মাছের ঘেড়ে বিষ দিয়েছে দূর্বৃত্তরা

বরগুনা পৌর কাউন্সিলরের মাছের ঘেড়ে বিষ দিয়েছে দূর্বৃত্তরা

বরগুনা, ২২ জুলাই, এবিনিউজ : বরগুনায় পৌর কাউন্সিলরের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বত্তরা। এতে তার প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ঘের মালিক ঐ কাউন্সিলর অভিযোগ করেন। পূর্ব শত্রুতার জেড়ে পুকুরে বিষ দেয়া হয়েছে বলেও তিনি জানান। আজ শনিবার সকালে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়রা কাউন্সিলরকে খবর দেন। বিষ প্রয়োগের কারনে পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যাক্তি জানান, মাছ মরে পুকুরে দূর্ঘন্ধ ছড়িয়ে পরেছে। বরগুনা শহরের জেনারেল হাসপাতালের পিছানের প্রায় আড়াই একর নিয়ে খনন করা সরকারি পুকুরে লিচ নেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম স্বপন। পুকুরে সিলভার কার্প, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। আজ সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছে বলে পৌর কাউন্সিলর জানান।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত