বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল, ২২ জুলাই, এবিনিউজ : নড়াইলের কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে গফফার শেখকে (৪৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। গফফার চাপুলিয়া গ্রামের রোকন শেখের ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে গফফার শেখের ক্ষেতের পাট প্রতিবেশি রমজানের ছাগলে খেয়ে নষ্ট করে ফেলে। এ ঘটনায় গফফারের ছেলে ছাগলটিকে ধরে তাদের বাড়িতে নিয়ে আসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রমজান ও তার লোকজন গফফারকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় গফফারকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথিমধ্যে শুক্রবার রাতে গফফারের মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী জানান, চাপুলিয়া গ্রামের দুইপক্ষের দ্বন্দ্বে জের ধরে গফফার শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকায় পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এবিএন/খায়রুল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত