শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • আশুলিয়ার গোরাট এলাকায় ঝুটপল্লিতে অগ্নিকাণ্ড

আশুলিয়ার গোরাট এলাকায় ঝুটপল্লিতে অগ্নিকাণ্ড

আশুলিয়ার গোরাট এলাকায় ঝুটপল্লিতে অগ্নিকাণ্ড

সাভার, ২৩ জুলাই, এবিনিউজ : আশুলিয়া শিল্পাঞ্চলের গোরাট এলাকায় একটি ঝুটপল্লিতে (পোষাক কারখানার পরিত্যক্ত কাপড়ের টুকরো) আগুন লেগেছে। শনিবার রাত ৯ টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, গোরাট এলাকার ওই ঝুটপল্লিতে বড় বড় পাঁচটি ঝুটের গোডাউন রয়েছে। এরমধ্যে ভূট্টো নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সাইফুল ইসলাম, আকতার হোসেন এবং হাসেম আলীর মালিকানাধীন গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। সেখান থেকে ডিউটি অফিসার জানান, রাত ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সফল হয়েছে। টঙ্গী ও ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে ডেকে পাঠানো হলেও পড়ে তাদের ফেরত পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়ায় যায়নি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত