![মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/23/abnews-24_89869.jpg)
মানিকগঞ্জ, ২৩ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার এক বাড়ির পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে শিবালয় উপজেলার আরপাড়া গ্রামের প্রকাশ পালের বাড়ির পুকুর থেকে ভাসমান ওই অজ্ঞাত ব্যক্তির (৬৫) মরদেহটি উদ্ধার করে শিবালয় থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, রবিবার ঘুম থেকে উঠে আরপাড়া গ্রামের প্রকাশ পালের বাড়ির পুকুরে মরদেহটি পানিতে ভাসন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসি। পরে শিবালয় থানায় খবর দিলে, দুপুরের দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানায়, মরদেহের পরিচিয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরনে একটি হাফ শার্ট, মুখে সাদা দাড়ি রয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা