![রাজবাড়ীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৭ পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/23/rajbari pic 1_89877.jpg)
রাজবাড়ী, ২৩ জুলাই, এবিনিউজ : জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই রবিবার সকাল ১১টায় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেবেকা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন মোঃ রহিম বক্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক শ্রী নিবাস দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, সংবিধানের কোথাও কর্মকর্তা লেখা নেই। সংবিধানে বলা হয়েছে সরকারি কর্মচারী। আমরা পাবলিকের কর্মচারী তাই সকল বিভাগ থেকে জনগণকে আন্তরিক ভাবে সেবা প্রদান করতে সকল কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।
উপস্থাপনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুরমহল আশরাফি। আলোচনা সভা শেষে ১৫জন সরকারি কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান